"আসলাম একজন জীন বিজ্ঞানী যিনি বেশ কিছু বছর গবেষণার পর আবিষ্কার করেছেন যে মানুষ জন্ম হতে সমকামী হয় না, বরং সমকামী হওয়া এবং সমকামীতা একটি সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত (active choice) যেটা মানুষ জীবনের কোনো এক পর্যায় মনস্তাত্ত্বিকভাবে নিয়ে থাকে। কিন্তু আমি এভাবেই জন্মেছি (""I was born this way') হচ্ছে LGBTQ কমিউনিটির অন্যতম স্লোগান। এই গবেষণার ফলাফল প্রকাশ করা হলে তাদের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া পরার সম্ভাবনা রয়েছে। "