১৯১৪ সালে শুরু হওয়া ইউরোপিয়ান যুদ্ধে, জার্মানী উত্তর আটলান্টিক জলসীমায় তাদের নেভাল ফ্লিট ডেপলয় করে, এবং এরপর ১৯১৭ তে USA সরাসরি জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে ইউরোপিয়ান যুদ্ধটিকে বিশ্ব যুদ্ধে রুপ দেয়।
আবার দ্বিতীয় ইউরোপিয়ান যুদ্ধ ১৯৩৯ এ শুরু হলেও, ১৯৪১ এ জাপানের পার্ল হারবার আক্রমণের ফলাফল হিসেবে USA এশিয়ান এবং ইউরোপিয়ান অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এই যুদ্ধে USA প্যাসিফিক রেজিমের বাইরেও সরাসরি ইউরোপের মেইনল্যান্ডে তাদের আর্মি ডেপ্লয় করে।
২ টা যুদ্ধেই USA একটি সুপারপাওয়ার হিসেবে যেভাবে নিজের শক্তির জানান দিয়েছে একইভাবে প্রচুর ক্ষয়ক্ষতিরও (অর্থনৈতিক,সামরিক,অভন্ত্যরীন অশোন্তষ) স্বীকার হয়েছে